গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় গাইবান্ধা – পলাশবাড়ী সড়কের গড়েয়া নামকস্থানে সিএনজি ও অটোভ্যান সংঘর্ষে সড়ক র্দূঘটনায় একজন বাবলু মিয়া (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় সিনজিতে থাকা আরো শিশুসহ ৬ জন আহত হয়েছেন তারা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ঢাকা পিজি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পলাশবাড়ীর সাবেক ছাত্রদল নেতা সোহেল মিয়া।
আজ ১৩ এপ্রিল বুধবার সকালে র্দূঘটনায় নিহত ব্যক্তি বাবলু মিয়া (৫৫) পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামের মৃত ময়না মিয়ার পুত্র।
এঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন পলাশবাড়ী থানা পুলিশ৷
এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এঘটনায় নিহত ব্যক্তির মরদেহ মর্গে প্রেরণ ও পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।