
কৃষকের আত্মহত্যার ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের দাবিতে গাইবান্ধা জেলা কৃষক দলের উদ্যোগে আজ বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা কৃষক দলের সভাপতি মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের সঞ্চালানায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির আহবায়ক মো. শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, আতোয়ার হোসেন, হাসেন আলী, ফারুক হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সমম্পাদক হুনান হক্কানী ও সহ-সভাপতি সুফিয়াজ্জামান প্রমুখ।