গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থানা চত্তরে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) রেজিনূর রহমান, এমপি পত্নী রুহুল আরা রহিম, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম প্রমুখ। ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।