
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
‘সবাই মিলে খেলা করি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রাতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার (৬ এপ্রিল) সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অমিতাভ দাস হিমুন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লায়েচ মো. ইলিয়াছ জিকু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, নির্বাহী সদস্য বেনজির আহমেদ, মাসুদুল হক, গোলাম মারুফ মনা, মজিবর রহমান, শংকুর কুমার দাস রাহুল ও আলমগীর হোসেন প্রমুখসহ অন্যান্যরা। আলোচনা শেষে টেবিল টেনিস খেলে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।