
গাইবান্ধা জেলা পাট উন্নয়ন সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাটচাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের আওতায় সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার ড. মোঃ রেজাউল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার আল ইমরান, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ১৫০ জন প্রান্তিক কৃষক এই প্রশিক্ষণে অংশ নেয়।