
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গাইবান্ধা জেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ মার্চ) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, জেলা পশু সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, জেলা মার্কেটিং অফিসার মোয়াজ্জেম হোসেন, জেলা মৎস্য অফিসার গোলাম জেলানি, গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, গাইবান্ধা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব যোবায়ের আহমেদহ ব্যবসায়ি, খাদ্য ব্যবসায়ি, ডিলার, জনপ্রতিনিধি ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন রমজান মাসে দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে সকল প্রকার পদক্ষেপ করার উপর সিদ্ধান্ত গ্রহীত হয়।