
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে কোচের ধাক্কায় অটোবাইক যাত্রী সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা (৫৪) নিহত হয়েছে।
সোমাবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া রেইট্রিরতল নামক স্থানে এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এদিন বিকেলে ৪টার দিকে সুরাইয়া সুলতানা বিদ্যালয় ছুটি দিয়ে অটোবাইকে চড়ে পলাশবাড়ী পৌরশহরের বাসায় ফিরছিলেন। ওই সড়কের ঢোলভাঙ্গার অদূরে রেইট্রিরতল নামক স্থানে পৌঁছলে ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি কোচ অটোবাইকটিকে ধাক্কায় দিয়ে চলে যায়। এসময় তিনি সড়কের উপর সিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সুরাইয়া সুলতানা পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের (কালীবাড়ী বাজার) এলাকার শাহ্ মো. আবুল কাশেম সাজু’র স্ত্রী। তার মৃত্যুতে পরিবারের স্বজনসহ শিক্ষক সমাজের মাঝে অবর্ণনীয় শোকের মাতম শুরু হয়।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাটক কোচটি আটক করা সম্ভব হয়নি। তবে কোচটি আটকের জোর প্রচেষ্টা চলছে।