বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড এম এ মতিন মোল্লা বলেন, দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং, নিম্নবৃত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য পর্যাপ্ত রেশনিং কার্ডের ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সরকারি রিলিফ বিতরণ, খাসজমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্তসহ মুজিববর্ষে বেশি করে ঘর গরীব মানুষের জন্য নির্মানের দাবি জানান জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।আজ ১৯ মার্চ (শনিবার) বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির ডাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্কার্স পার্টির একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে উপজেলা যুবমৈত্রীর সভাপতি আশরাফুল ইসলামের সঞ্চালনায় উক্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় কৃষক সমিতির সাবেক সভাপতি মমতাজ প্রধান, উপজেলা ওয়ার্কার্স পাটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক শাহ আলম সরকার সাজু, কৃষক নেতা, বেলাল হোসেন, জয়নাল আবেদীন, আব্দুল মান্নান, জহুরুল ইসলাম প্রমূখ।