
আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যেও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার (২০ মার্চ) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর হাইস্কুল মাঠে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান ভুট্টু এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে জেলার ৪টি পৌরসভাসহ ৭টি উপজেলায় ৩২ জন ডিলারের মাধ্যমে ২ লাখ ৮ হাজার ৯শ’ ৫০ জন উপকারভোগীর মধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।