বিয়ের ১’মাস ৩’দিনের মাথায় পলাশবাড়ীতে লাশ হয়ে ফিরে আসলো গৃহবধূ শারমিন (১৮)।
বৃহস্পতিবার গলায় ওড়না পেচানো অবস্থায় নিহত শারমিনের লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়,গত ১৪’ফেব্রুয়ারী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বড় হরিনমারী গ্রামের মাহাবুব মিয়ার কন্যা শারমিন আক্তার (১৮) এর সাথে ঘোড়াঘাট উপজেলার খোদাদাতপুর (ভোতরা দিঘিপাড়া) গ্রামের ইনতাজ আলীর ছেলে ইউসুব আলীর বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্বামী ইউসুফ যৌতুকের জন্য স্ত্রী শারমিনকে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল বলে নিহত শারমিনের পরিবার দাবি করেন।
এরইধারাবাহিকতায় বুধবার ইউসুফ আলী তার স্ত্রী শারমিনকে শশুরবাড়ী পলাশবাড়ী থেকে ফুসলিয়ে নিজ বাড়ীতে এসে যৌতুক দাবি করে মানষিক নির্যাতন চালায়।
বৃহস্পতিবার শারমিন আক্তারের গলায় ওড়না দিয়ে পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান,একটি (আনইউজুয়াল ডেথ) ইউডি মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।