‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদ্যাপন পালনপোলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোববার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নবগঠিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আলতাব হোসেন, উপজেলা প্রকৌশলী মো. তাহাজ্জদ হোসেন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনজার্চ মুহাম্মদ মশিউর রহমানসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সমগ্র সভাটি সঞ্চালন করেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন।