ফিফা মার্চ উইন্ডোর দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। নতুন কোচে দলে নতুন মুখ সাইফ স্পোর্টিংয়ের মিডফিল্ডার মেরাজ হোসেন ও পুলিশ এফসির ফরোয়ার্ড ফয়সাল।জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন দুই তরুণ ফুটবলার সাইফ স্পোর্টিংয়ের মিরাজ হোসেন অপি আর পুলিশ এফসির ফয়সাল। নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দলে যোগ দেয়ার পরপরই কাজে নামেন। ক্লাবগুলোর অনুশীলন আর ভেন্যুতে ভেন্যুতে ঘুরে পরখ করেন ফুটবলার।
মার্চ ফিফা উইন্ডোতে বাংলাদেশ খেলবে দুই ম্যাচ। এজন্য ২৩ সদস্যের দল ঘোষণা। দলে দুই নতুন মুখ থাকলেও প্রাধান্য দেয়া হয়েছে পুরোনোদেরই। বিষয়টি পর্যবেক্ষণ করেছেন জাতীয় দলের সবশেষ কোচ মারিও লেমোস।তিনি বলেন, প্রত্যেক কোচেরই একটা নিজস্ব দর্শন থাকে। ক্যাবরেরা হয়তো তারটা প্রয়োগ করছে। সে মাঠে মাঠে ঘুড়ে খেলোয়াড় বাছাই করেছে। ক্যাবরেরা প্রথম কোন জাতীয় দলের দায়িত্বে। তাই হয়তো ঝুকি নিতে চায়নি।ক্যাবরেরার স্কোয়ার্ডে জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংসের ১১ জন, ঢাকা আবাহনীর ৪জন, সাইফ স্পোর্টিংয়ের ৩ জন, শেখ জামালের ২ জন, শেখ রাসেল, মোহামেডান আর পুলিশের একজন করে ফুটবলার। অনেকটা লেমোসের সাজানো দল।মারিও লেমোস বলেন, এই মুহুর্তে বাংরাদেশের প্রয়োজন জয়। আমার মনে হয় এই দল নিয়ে ক্যাবরেরা খারাপ করবে না। নতুন ফরোওয়ার্ড ফয়সল বেশ ভাল। সাথে অভিজ্ঞ জীবন, সুমন জাফর তো আছেই। মিডফিল্ডে মেরাজও ভাল খেলে ক্যাবরেরার জন্য শুভকামনা রইল।জাতীয় দলের কোচ হিসেবে এটি স্প্যানিশ কোচের প্রথম দল। ১৯-২১ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন। ২৪ মার্চ মালদ্বীপ ও ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবেন জামালরা।