
‘ভয়কে জয় করি- স্বেচ্ছায় রক্তদান করি’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ব্লাড ডোনারস সোসাইটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে কুঞ্জমহিপুর বিইউ উচ্চ বিদ্যালয়ে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পরে বিকেলে পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর (মুন্সীপাড়ায়) অস্থায়ী কার্যালয়ে সোসাইটির পরিচালক মো. সাগর ইসলামের সভাপতিত্বে সোসাইটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভায় ১ বছরের সেবামূলক কার্যক্রমের উপর বক্তব্য রাখেন
সমাজসেবক মো. মিজানুর রহমান মিজান, সেবা হেলথ এন্ড আই কেয়ার সেন্টারের পরিচালক মো. রাশেদুজ্জামান, মো. মাহমুদুল হাসান পলাশ, অত্র সোসাইটির প্রথম রক্তদাতা মো. মারুফ খন্দকার ও পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স-এর পরিচালক মো, আব্দুস সালাম মাসুদ প্রমুখ।