গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৮ই মার্চ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, রাজশাহী অঞ্চলের নারী আন্দোলনের শ্রেষ্ঠ জয়িতা মোছা, হ্যাপী বেগম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছা. আফরুজা বেগম ও সহকারী অধ্যাপক মোছা. রওনক জাহান প্রমূখ।