
সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া যে নির্বাচনকালীন সরকারের আশা করছেন তা পৃথীবির কোনো দেশে নেই।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়কে ঈদে যাত্রীদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি র কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এসময় বলেন, নির্বাচনে বেগম জিয়া আসবেন সেটা আমরা জানি। কারণ এ নির্বাচনে আসার জন্য তারা নিজেদের দলেরই চাপে আছে। এ নির্বাচনে না আসলে বিএনপির অবস্থান মুসলিম লীগের চেয়েও খারাপ হবে। পরপর নির্বাচন বয়কটের পরিণতি তাদেরকে চোরাবালিতে আটকে রাখবে। এ ধরনের অস্বতিত্বের ঝুঁকি বেগম জিয়া নেবেন বলে আমার বিশ্বাস হয় না।
তিনি আরো বলেন, জাতীয় সংসদে বাজেট নিয়ে যে বির্তক হচ্ছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। এ বির্তকই হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বির্তক না থাকলে গণতন্ত্র কখনো প্রতিষ্ঠা পায় না এবং গণতন্ত্রের কোনো ডিউটি থাকে না। গণতন্ত্রের ডিউটি হচ্ছে বির্তক। সংসদে সেই বির্তকই হচ্ছে। সেটা পক্ষে হবে, বিপক্ষে হবে।সূত্র- আরটিএনএন