
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, ভোটার এবং এনআইডি সম্পর্কিত উপস্থাপনা ও প্রামান্য চিত্র প্রদর্শন, স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ, নতুন ভোটারের নিববন্ধন এবং ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের কাছে ভোটার নিবন্ধনে করণীয় বিষয়ক লিফলেট বিতরণজেলা নির্বাচন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে সমবেত হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব ও গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ। সভায় জেলা পর্যায় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষরা অংশ নেয়।
প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে বিগত দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ভোটারদের প্রত্যাশা পূরণে আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশ গ্রহণের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যথাযথ উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।