গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়া এলাকায় বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফুলমিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও আশরাফ আলী (৩২) নামে অপর একজন আহত হয়েছে। পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলমিয়া বুধবার সন্ধ্যায় তার ঘরে বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ করছিল। প্রতিবেশী আশরাফ আলী তাকে সহযোগিতা করছিল। এসময় আকস্মিকভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফুলমিয়া ঘটনাস্থলেই মারা যান। আশরাফ আলী গুরুতর আহত হয়ে বর্তমানে গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।