
আরিফ সরকার সাগর (গাইবান্ধা) প্রতিনিধি: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও এর বিচারের দাবিতে গড়ে তোলা আন্দোলনরতদের ওপর সন্রাসী হামলার প্রতিবাদ সহ গোবিন্দগঞ্জে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য তাহমীদ চৌধুরী, গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা,সাধারণ সম্পাদক জাকির হাসান, দারিয়াপুর আঞ্চলিক সংসদের সাংগঠনিক সম্পাদক আবির খাঁ, ধর্মপুর আঞ্চলিক সংসদের সাধারণ সম্পাদক সাজু মিয়া, খোলাহাটি আঞ্চলিক সংসদের নেতা সোহেল রানা, রাখালবুরুজ আঞ্চলিক সংসদের নেতা মাহফুজ মন্ডল, নুর ইবনে সাবিদ,শহর শাখার নেতা ইমন মিয়া ও প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী (২২) দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের সাথে জড়িতদের আটকের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জ সদর থানা ঘেরাও করে রাখেন। পরে সকাল ৬টায় মহাসড়ক অবরোধ করেন।
এদিকে গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন সরবর এলাকা থেকে রিয়া খাতুন নামের ৫ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বস্তাবন্দি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের হাসানুর রহমানের মেয়ে। ছাত্র ইউনিয়ন নেতারা গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও একই সঙ্গে গোবিন্দগঞ্জের শিক্ষার্থী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।