
গাইবান্ধা প্রতিনিধি: শিবির যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের রায়কে কেন্দ্র করে দেশ ব্যাপী আইন শৃঙ্খলা বিঘ্নসহ নারকীয় ধ্বংসযজ্ঞ চালায়। সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় সহ বিভিন্ন সরকারী স্থাপনায় ভাঙ্গচুর করা সহ অগ্নিসংযোগ করা হয়। অন্যান্য স্থানের ন্যায় গাইবান্ধা জেলারও বিভিন্ন এলাকায় এই গোষ্ঠী ধ্বংসযজ্ঞ চালায়।
২৮ ফেব্রুয়ারী ২০১৩ সালের এই দিনে জামায়াত এই দিন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে জামাত শিবির ও সন্ত্রাসী গোষ্ঠী আকষ্মিক আক্রমন করে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে এসময় কর্তব্যরত পুলিশ সদস্যগণ বাধা দিলে তাদের উপর এই হায়েনার দল ঝাপিয়ে পড়ে এবং পিটিয়ে অত্যন্ত নির্মমভাবে ০৪ (চার)জন পুলিশ কনষ্টেবলকে হত্যা করে।এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। জেলা পুলিশ এই ঘটনার উপযুক্ত শাস্তি আশা করে ।
দিনটিকে স্মরণ করে এবং নিহত পুলিশ সদ্যসদের রুহের মাগফেরাত কামনায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মহান জাতীয় সংসদ সদস্য, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরুজা বারী, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা, গাইবান্ধা মহোদয়। অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার সুযোগ্য সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম মহোদয়।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।