
স্কাউটস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৫তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধা জেলা রোভার স্কাউটস এর আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রোভার স্কাউটদের অংশগ্রহণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রোভার স্কাউটস সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমানের নেতৃত্বে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ হতে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রোভার স্কাউটস সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি প্রধান শিক্ষক শাহানা বানু, ডিআরসি গবেষণা, মুল্যায়ন ও এক্সটেনশন স্কাউটিং মো. সাইফুল ইসলাম-এএলটি, জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্তী উজ্জল-এএলটি, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মাসুদার রহমান মুকুল, সহকারী কমিশনার প্রভাষক সাজেদুল হক সরকার, প্রভাষক মো. আতাউর রহমান, জেলা রোভার নেতা তামজিদুর রহমান, মারুফুল হক, জেলা স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্কাউট সম্পাদক রেজাউল করিম, উপজেলা কাব লিডার নতুন বেগম প্রমূখ। পরে প্রধান অতিথি মোঃ সাদিকুর রহমান রোভার স্কাউট নেতৃবৃন্দকে নিয়ে বিপি দিবসের কেক কাটেন।