
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রাম থেকে ঘরের ধর্নার সাথে ঝুলন্ত অবস্থায় জিহাদ মিয়া (১৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত জিহাদ মিয়া ওই গ্রামের নাজমুল মিয়ার ছেলে। পারিবারিক সুত্র জানায়, আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে খাবার শেষে নিজ ঘরেই অবস্থান করছিলো জেহাদ মিয়া। এর বেশকিছু সময় পর বাড়ীর লোকজন জিহাদ মিয়ার মরদেহ ঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাদের দাবী শিশু জেহাদ মিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল।
খোর্দ্দকোমরপুর ইউনিয়নের চেয়ারম্যান মনজুরুল ইসলাম রেজওয়ান এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু জেহাদ মিয়া এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলো। সেজন্য এটি আত্মহত্যার ঘটনা হওয়ারই সম্ভাবনা। সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে শিশু জেহাদ মিয়ার লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এরপর লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।