
মোঃ আলমগীর ইসলাম ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরর বিরামপুর উপজেলার গংগাপুর উচ বিদ্যালয়, শালবাগান বালিকা দাখিল মাদ্রাসা ও শালবাগান এতিমখানা মাদ্রাসাসহ তিনটি নতুন ভবনর শুভ উদ্বাধন করেন, দিনাজপুর -৬ আসনর জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
১৫ ফব্রুয়ারি মঙ্গলবার দুপুর উপজলার গংগাপুর উচ বিদ্যালয় জাইকার অর্থায়ন নির্মিত ভবন উদ্বাধন করা হয়ছ। এ উপলক্ষে পরিচালনা কমিটির সভাপতি ও উপজলা আওয়ামীলীগর যুগ্ম সম্পাদক গোলজার হোসেন সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনর সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি ছিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল , সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, মুকুদপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিরামপুর প্রসক্লাব এর সভাপতি আকরাম হাসন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান প্রমূখ। এর আগ অতিথিবদ বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসার ভবন ও শালবাগান এতিমখানা মাদ্রাসার নতুন ভবনর শুভ উদ্বাধন করন।