
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
যুব, ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তর, উদ্যোগে এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গাইবান্ধায় পাঁচ দিনব্যাপী ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনুর্দ্ধ-১৫) এর আবাসিক ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে মঙ্গলবার (ফেব্রুয়ারি) দুপুরে ওই ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রিটন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বেনজির আহমেদ, অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু ও বাগেরহাট সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মো. বেলাল হোসেন প্রমুখ। ক্যাম্পে জেলার সাত উপজেলার বাছাইকৃত ২৪ জন ফুটবল খেলোয়াড় অংশ নিচ্ছে।