
কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে এক আবেদন স্ব-স্ব নীতিমালা অনুসারে কোটাবিহীন এনটিআরসিএ নিবন্ধিত সনদধারীদের সকল নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবীতে গাইবান্ধায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ সংলগ্ন শহরের প্রাণকেন্দ্রে ডিবি রোডে গাইবান্ধা জেলা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের আহ্ববায়ক সুমন চন্দ্র হালদার, যুগ্ম আহ্বায়ক রিক্তার রহমান, রংপুর বিভাগীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক মো. আল মমিন, সহ-প্রচার সম্পাদক রয়েল সরদার, মোর্শেদ শামীম চৌধুরী, নুরুল আমিন, সুমা পারভীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুজিববর্ষে কেউ বেকার থাকবে না। এনটিআরসিএ-এর তালিকা মোতাবেক কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে তালিকাভুক্ত অসহায় শিক্ষকদের নিয়োগ প্রদানের দাবী জানানো হয়। নিবন্ধনধারীরা পরিবার-পরিজন নিয়ে জীবন যাপন করছেন। তারা নিবন্ধনধারীদের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানান।