
অবৈধ ইটভাটা বন্ধ ও ঢাকার বায়ু দূষণ রোধে আদালতের আদেশ পালনের অগ্রগতি জানাতে পাঁচ জেলা প্রশাসককে ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের জেলা প্রশাসককে আগামী ১৫ ফেব্রুয়ারি আদালতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ বিষয়ে জানাতে বলা হয়েছে। একইসঙ্গ, পাঁচ জেলার অবৈধ ইটভাটার তালিকা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ঢাকার বায়ু দূষণ না কমায় আশঙ্কা প্রকাশ করে হাইকোর্ট। বায়ু দূষণের বিষয়ে রিটের শুনানিতে এর আগে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।নির্দেশনাগুলো হল, ঢাকা শহরে মাটি/বালু/বর্জ্য পরিবহণ করা ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা, নির্মাণাধীন এলাকায় মাটি/বালু/সিমেন্ট/পাথর/নির্মাণসামগ্রী ঢেকে রাখা, সিটি করপোরেশন রাস্তায় পানি ছিটাবে, রাস্তা/কালভার্ট/কার্পেটিং/খোঁড়াখুঁড়ির কাজে দরপত্রের শর্ত পালন নিশ্চিত করা, সড়ক পরিবহণ আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ করা, পরিবেশগত সনদ ছাড়া চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা, মার্কেট/দোকানের প্রতিদিনের বর্জ্য ব্যাগে ভরে রাখা এবং বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পদক্ষেপ নেয়ার কথা রয়েছে।