
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে দেশের মানবাধিকার পরিস্থিতি জানিয়ে উন্নয়ন সহযোগীদের চিঠি দিয়েছে বিএনপি। কোনো লবিস্ট নিয়োগ করেনি। রাজধানীর গুলশানে আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।নির্বাচন কমিশন গঠন আইনের মাধ্যমে সরকার আবারও ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করেছেও বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, জনগণ এবার তা মেনে নেবে না। গোটা বিশ্বের কাছেই বাংলাদেশ গণতন্ত্র ও মানবাধিকারহীন দেশ হিসেবে পরিচিতি পেয়েছে।গুম-খুনের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার দাবি করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের টাকায় লবিস্ট নিয়োগ করে মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ নেওয়ার মানে হলো সরকার এর সঙ্গে জড়িত।