
বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে প্রকৃত বিল গ্রহণ করে সেচ পাম্প চালুর দাবীসহ আন্দোলনকারী নেতা এবং সেচ পাম্প মালিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।রোববার (৩০ জানুয়ারি) গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে নাট্য সংস্থার সামনে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর আমিনুল ইসলাম গোলাপ, সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সাম্যবাদী আন্দোলনের সদস্য সচিব মঞ্জুরুল আলম মিঠু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক আনাউর রহমান, সহ-সভাপতি দেবল কুমার, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সুমন, মোকছেদুর রহমান, মাহবুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, এবারের সেচ মৌসুম অনেক আগেই শুরু হয়েছে। যাদের বিল সংশোধন হয়েছে তারা সবাই বিল পরিশোধ করেছে। কিন্তু যাদের এখনও অতিরিক্ত বিল সংশোধন করা হয়নি তারা ২০২০-২০২১ সালের বিল দিয়ে পাম্প চালু করতে চেয়েছিল। কিন্তু এখনও তাদের মিটার সংযোগ প্রদান এবং সেচ পাম্প চালু করতে দেয়া হয়নি। এ কারণে প্রায় ৩ হাজার মে. টন বোরো ধান কম উৎপাদিত হবে বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তারা অতিরিক্ত বিল তৈরী করেছেন, তারা সে দায় আজ কৃষকদের উপর চাপিয়ে দিচ্ছে, তা হতে পারে না। সমস্ত অতিরিক্ত বিল অবশ্যই সংশোধন করে সেচ পাম্প চালু করার দাবি জানান তারা। এছাড়া সেচ পাম্প চালু না করায় যদি কোন অঘটন ঘটে সে দায়িত্ব নেসকোকেই নিতে হবে বলে তারা উল্লেখ করেন।