গাইবান্ধার জেলা ও দায়রা জজসহ তিন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু জানান।
এরা হলেন- গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ ও গাইবান্ধা সদর সিনিয়র সহকারি জজ তৌফিকুল ইসলাম।
এ্যাড. সিরাজুল ইসলাম বাবু বলেন, তিন বিচারকের সবারই করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর সিনিয়র সহকারি জজ তৌফিকুল ইসলাম দু’দিন আগে এবং অপর দু’জন নমুনা পরিক্ষার ফলাফলে বৃহস্পতিবার বিকেলে করোনা শনাক্ত হয়েছেন।