
গাইবান্ধায় স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবাতা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আঞ্চলিক পর্যায়ে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়।সোমবার (১০ জানুয়ারি) গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এলজিইডির বাস্তবায়নে প্রভাতী প্রকল্পের এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক।
এসময় আলোচনায় অংশ নেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রর নির্বাহী প্রধান এম.আবদুস্্ সালাম, প্রকল্পের সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার, উপ-প্রকল্প সমন্বয়ক প্রবীর কুমার দাস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ইদ্রিস আলী, এলজিইডির সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা প্রমুখ।