
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপজেলার ছাড়হাটী ইউনিয়নের ২ হাজার অসহায় ছিন্নমুল পরিবারের মাঝে রোববার (৯ জানুয়ারি) কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল বিতরণ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দর পাটোয়ারী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সদস্য সচিব জোবাইদুর রহমান চাঁদ, ছাপড়হাটী ইউনিয়ন জাতয়ি পাটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৫টি ইউনিয়নে কপক্ষে ৬ হাজার অসহায় নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন।