
১৫ জানুয়ারির মধ্যে উন্নীত বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রানলায়ের স্থগিতাদেশ প্রত্যাহার এবং ৩ মাসের মধ্যে নবনিয়োগপ্রাপ্ত ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক মাহামুদুল হাসান, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, বিমল চন্দ্র দাস, আতিকুর রহমান, আবদুল আলিম, আতিয়ার রহমান, সামসুল ইসলাম, ডি.এ মমিনুল হক , রাশেদুল মোশাররফ প্রমুখ।বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত অর্থ মন্ত্রনালয়ের শর্তানুযায়ী নবনিয়োগ এবং পদোন্নতি বন্ধ থাকায় ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কাজে ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, দীর্ঘ ৮ বছর যাবৎ উপসহকারীদের কোন পদোন্নতি হয়নি। অথচ দাপ্তরিক কাজ বেড়েছে। দিন রাত পরিশ্রম করে ডিজিটাল ব্যবস্থায় ভূমি উন্নয়ন কর পাইলটিং করে, ই-নামজারীসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।