
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় একটি নির্জন এলাকা থেকে তানিয়া নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে নিহত তানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই গৃহবধূর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।