
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশ্লীল ছবি পোস্ট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নারায়ণগঞ্জ থেকে দুই শিবির কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো : জসিমউদ্দিন ও মেহেদী হাসান। মঙ্গলবার জেলার ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির এস আই মফিজুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত দুইজন শিবির কর্মী। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর অশ্লীল ছবি পোস্ট ও মন্তব্য করে। আরো তথ্য জানার জন্য দুইজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’সূত্র- বাসস