
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে।আজ ১২/১২/২১ইং রবিবার উপজেলা পরিষদ হল রুমে ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পন পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেনর সভাপতিত্বে ও আইটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, আনসার ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুন, তথ্য আপা ফাতেমা আক্তার প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।