এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ দুই অটোবাইক ছিনতাইকারিকে গ্রেফতার করেছে।
সোমবার রাতে অটোবাইক মালিক পশ্চিম ছাপড়হাটী গ্রামের আজিজার রহমানের ছেলে জহুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রে পুলিশ রামজীবন শিকারমারি গ্রামের ছাত্তার আলীর ছেলে অটোবাইক ছিনতাইকারি জালাল উদ্দিন ও পশ্চিম বাছহাটী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে শাখা মিয়াকে জালাল উদ্দিনের বাড়ি থেকে গ্রেফতার করেন। অভিযোগ সূত্রে জানা যায় গেছে, সোমবার ভোরে জহুরুল ইসলামের বাড়ি থেকে তার অটোবাইকটি চুরি করে নিয়ে যায়। খোঁজা-খুজির একপর্যায় জালাল উদ্দিনের বাড়ি থেকে ওই অটোবাইকটি কিছু যন্ত্রপাতি পাওয়া যায়। এরই ভিত্তিতে থানায় অভিযোগ করেন জহুরুল। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। থানার ওসি আতিয়ার রহমান জানান- জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার অটোবাইক ছিনতাইকারি।