
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে মস্তক বিহীন এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে ওই এলাকায় মস্তক বিহীন ওই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পুলিশ বিকেলে ঘটনাস্থলে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, এলাকার কোন এক নারীর পাপের ফসল এ নবজাতক শিশু। সম্বব্যত শুক্রবার রাতে এ নবজাতক শিশু জন্মের পর তার মস্তক কেটে গোপন রাখা হয়েছে এবং মস্তক বিহীন দেহ ফেলে রেখেছে কে বা কারা। তবে ওই নবজাতক শিশুর পরিচয় এখনও মেলেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।