ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অদূরে হানিফ পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছে।এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।
আজ ১৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের নির্মাণাধীন এ অংশে দ্রুত গতির রংপুরগামী হানিফ পরিবহন ফাঁসিতলাগামী যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোযাত্রী পৌরসভার ঘোষপাড়ার আশরাফ (৬০), দুখু মিয়া (৬৫) ও সোহাগ (২২) নামের তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের মৃত আব্দুল বাকির ছেলে রিপন (৩২), পৌরসভার মধ্যপাড়ার সন্তোষ বিশ্বাসের ছেলে রাজমতি মার্কেটের মুদি ব্যবসায়ী সুজন বিশ্বাস (৪০) ও বর্ধনকুঠি এলাকার মৃত দুলালের ছেলে খোকন(৩২) কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, গুরুতর আহত পাঁচজনকে গোবিন্দগঞ্জ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাপাশিয়া গ্রামের সিদ্দিক (৪২), পৌরসভার বর্ধনকুঠি গ্রামের আবদুল জলিলের ছেলে মাজেদুলকে (৩০) উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-২৫৯৯) কোচটি আটক করা হয়েছে। এছাড়াও বাসের চালক সোলেয়মান কে গ্রেফতার করে পুলিশ।