
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়ধুল গ্রাম থেকে গৃহবধূ সালমা খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী। কামারখন্দ থানার ওসি হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে ওই গৃহবধূ নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করে।পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামল্ াহয়েছে।