গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীগণের সাথে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌখ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রবিউল হাসান, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্রিং অফিসার মো. শাহীনুর আলম, উপেজলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্রিং অফিসার মুহা. মাহতাব হোসেন এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেনসহ উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীগণ ।
বক্তরা আসন্ন ইউপি নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীগণ ছাড়াও সকলের সহযোগিতা কামনাসহ নির্বাচনকে ঘিরে যে কোন গুজব পরিহার করার আহবান জানান।