1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হাসপাতালের বেড থেকেই লাইভে সংবাদ: পেশার প্রতি দায়িত্ববোধে আলোচনায় সাংবাদিক রবিউল ইসলাম স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই – এটিএম আজহারুল ইসলাম রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে ইইউ সংসদ নির্বাচনে ইসি থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে আলোচনা: ব্যয় সাশ্রয় ও যৌথ আয়োজনের দাবি সচেতন মহলের পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ

আজকের লড়াই, ১৬ কোটি মানুষের বেঁচে থাকার প্রশ্নের লড়াই: ফখরুল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ২৬ বার পড়া হয়েছে

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একটি বিষয় বারবার বলছি- আমরা গণতন্ত্র চাই। আর গণতন্ত্র চাই বলেই লড়াই করছি। আওয়ামী লীগ সরকার যে গণতন্ত্রকে হরণ করে নিয়ে গেছে, আমরা সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই।’

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যে লড়াই সেটা বিএনপির লড়াই নয়, দেশনেত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত লড়াইও নয়। এটি বাংলাদেশের ১৬ কোটি মানুষের অধিকার ও বেঁচে থাকার প্রশ্নের লড়াই। নিজস্ব সংস্কৃতি বজায় রাখবার লড়াই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন- একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। তাই তিনি ভিশন-২০৩০ দিয়েছেন। সেখানেও তিনি সংস্কৃতি সম্পর্কে দিক-নির্দেশনা দিয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে আওয়ামী লীগ, যেখানে বাংলাদেশের মৌলিকত্ব হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই আমাদের প্রত্যাশা- জাসাস দেশের মানুষের সংস্কৃতিকে ধারণ করে প্রকৃত সংস্কৃতিকে তুলে ধরবে এবং জনমত তৈরি করবে।’

তিনি আরো বলেন, ‘একটা গণতন্ত্রহীন দেশে কখনো সংস্কৃতির সুষ্ঠু চর্চা হয় না। আজকে আমরা সেই অবস্থায় পড়েছি। যেখানে গণতন্ত্রহীন, অধিকারহীন অবস্থার মধ্যে দেশ চলছে।’

এসময় তিনি পাহাড়ধসে ব্যাপক প্রাণহানি ও বিপর্যয়ের ঘটনায় রাষ্ট্রীয় শোক এবং পার্বত্য অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি- অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম এলাকা এবং চট্টগ্রামের যে সকল এলাকায় ভূমি ধসের ঘটনা ঘটেছে সেটাকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক। পাশাপাশি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হোক।’

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষ কষ্টে আছেন। তাদের ঘরবাড়ি ভেঙে পড়ছে, আত্মীয়-স্বজনরা ভূমি ধসে মারা গেছেন। প্রায় ১৭০ জনের মতো মানুষ মারা গেছে। তারপরও দুঃখজনকভাবে সরকার কোনো রাষ্ট্রীয় শোক ঘোষণা করেনি। এখনো ওই অঞ্চলটিকে উপদ্রুত অঞ্চল হিসেবে ঘোষণা করেনি।’

জাসাস সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল খানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, আবদুস সালাম, তাহমিনা রুশদী লুনা, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রান্তিক ও জনশক্তি বিষয়ক সম্পাদক আবদুল মালেক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন খান উজ্জ্বল, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, জাসাসের সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft