
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
দ্বিতীয় দফা নির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) গাইবান্ধার সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২টিতে ইউনিয়নে ব্যালট পেপার এবং একটিতে ইভিএম এর মাধ্যমে নির্বাচন ভোটগ্রহণ করা হবে।
আজ ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, লক্ষ্মীপুর ইউনিয়নে ইভিএম মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পাঠানো হয়।
সদর উপজেলার ১শ’ ২০টি কেন্দ্রে ব্যালট ও ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রের ঝুঁকি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও অন্যান্য টিমসহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সবসময় ভ্রাম্যমান টিম টহল অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবারে ১৩টি ইউনিয়নের নির্বাচনে মোট প্রার্থী ৯শ’ ৮ জন। এরমধ্যে ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ২শ’ ৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫শ’ ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১শ’ ৪৬ ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।