
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং তার লোকজনের বিরুদ্ধে নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাংচুর ও পোষ্টার পোড়ানোর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রার্থী জুলফিকার রহমান।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগের বিষয়গুলো সাংবাদিকদের জানান আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী জুলফিকার রহমান। সংবাদ সম্মেলনে সাধারণ জনগণসহ হাজার হাজার ভোটারে এতে অংশ নেয়।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই আওয়ামী লীগ প্রার্থীর লোকজন প্রচার প্রচারনায় বাধা দিয়ে আসছ। বিভিন্ন সময় কর্মীদের মারধর ও হত্যার হুমকীও দিয়েছে। গেল গভীর রাতে নৌকা প্রতিকের পক্ষে আতিক বাবু ও তার সন্ত্রাসী বাহিনী বল্লমঝাড় ইউনিয়নের মাঠের বাজার, ফোরকানি, কাজলঢোপ, রঘুনাথপুরসহ অন্তত ১০ টি এলাকার নির্বাচনী অফিস ভাংচুর করে। এ সময় কর্মীদের ভয়ভীতি প্রদর্শনসহ চেয়ার, টেবিল ভেঙ্গে পোষ্টারে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনার, প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সর্বোপরি সাংবাদিক সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার রহমান একটি অবাধ ও সুষ্ঠূ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য; আগামী ১১ নভেম্বর ২য় ধাপে বল্লমঝাড় ইউনিয়নসহ সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।