
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধায় ৫০তম জাতীয় সমবায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং শ্রেষ্ট সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
শনিবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমবায় অধিদফতরের যৌথ উদ্যোগে জেলা পাবলিক লাইব্রেরী মিলনাতনে জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মো. মতলুবর রহমান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মো. শরীফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-নিবন্ধক মো. আনিছুর রহমান, সমবায়ীদের মধ্যে লিটন মহন্ত, হোসনে আরা, উপন্দ্রে নাথ সরকার, আব্দুল আলিম চৌধুরী ও মুশফিকুর রহমান মন্ডা। এসময় জেলা প্রশাসকসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ছাড়াও সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক শিরিন আক্তার। শেষে গাইবান্ধা সদর উপজেলার শ্রেষ্ঠ ৩টি সমবায় সংগঠনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য; গাইবান্ধায় মোট ৯শ’ ৫২টি সমবায় সমিতি রয়েছে। বিআরডিবিভুক্ত সমবায় সমিতি রয়েছে ১ হাজার ৫শ’ ৫৮টি। ওই সমিতি গুলোর সদস্য সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ৫৪ জন। এরমধ্যে পুরুষ সদস্য ২ লাখ ১২ হাজার ৮শ’ ৮৭ জন এবং মহিলা সদস্য ২ লাখ ৩৪ হাজার ১শ’ ৬৭জন। এছাড়াও সদস্যদের শেয়ার মূলধন রয়েছে ১ হাজার ৭০ দশমিক ৩৮ টাকা। সঞ্চয় আমানত রয়েছ ১ হাজার ৯৬ দশমিক ৯৮ টাকা।