গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে আওয়ামীগের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ ঘটিকায় ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস ও জাতীয় ৪ নেতার স্মরণে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ,উপজেলা পরিষদের চেয়ারম্যান,ও উপজেলা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সরকার,সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,যুগ্ন-সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ আ.লীগ নেতা শরিফুল ইসলাম রতন,আসাদুজ্জামান হিরু, এবং আওয়ামীলী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদের পক্ষে কুটিবাড়ী উপজেলা চত্বর থেকে একটি শোকর্যালি বের হয়। শোকর্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোহাটি শহীদ মিনার চত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর বক্তারা ৩ রা নভেম্বর জেলহত্যা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ৩২,গাইবান্ধা-৪,গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম প্রধান জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, শাহিন আকন্দ, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দ প্রমুখ।