এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নারীর।
সোমবার সকালে মোটরসাইকেল যোগে সুন্দরগঞ্জ হতে দিনাজপুর যাওয়ার পথে সুন্দরগঞ্জ-রংপুর সড়কে চৌধুরানী বকসির দিঘী নামকস্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ওই নারী সুন্দরগঞ্জ কলেজ পাড়ার সাজু মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী ফরিদা ইয়াসমিন। মোটরসাইকেল করে বাবার বাড়ী দিনাজপুরে নিয়ে যাচ্ছিলেন সাজু মিয়া। ঘটনাস্থলে একটি কুকুর দৌড়ে এসে মোটরসাইকেলের চাকার সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ফরিদা ইয়াসমিন মারা যান।