
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে রিকশা চালক ছকু মিয়া হত্যা মামলার দুই আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলববার (২৬ অক্টোবর) দুপুরে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন দুই আসামী। পরে আদালতের বিচারক আশিকুল খবির জামিন আবেদনের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আসামীরা হলেন, মন্টু মিয়া ও রনজু মিয়া। তারা সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জানান, দুই আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। কিন্তু হত্যার ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।
আসামী পক্ষেআইনজীবী ছিলেন, অ্যাডভোকেট সৈয়দ ছামছুল আলম হিরু, অ্যাডভোকেট আহসানুল করিম লাছু, অ্যাডভোকেট নিরাঞ্জন কুমার ঘোষ ও শফিকুর রহমান শফি।