বুধবার বিকালে শালমারা ইউনিয়নের হিয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর শুভ উদ্বোধন করেন প্রধানঅতিথি- ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ,মাননীয় সংসদ সদস্য’র সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী লিটন,অধ্যক্ষ শফিকুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ তোফায়েল আহম্মেদ এলিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার, সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি রবিউল আহসান শাহীন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।