গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল সংলগ্ন নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের পাশে স্থানীয় লোকজন সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। স্থানীয় মানুষের ধারণা গত রাতে কে বা কারা অজ্ঞাত এই নবজাতককে ফেলে গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকের পিতা-মাতার সন্ধ্যান পাওয়া যায়নি ।