কেক কর্তন ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভার আয়োজনে ১৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, প্যানেল মেয়র শাহিন আকন্দের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন পৌর পরিষদের সচিব শরিফুল ইসলাম ডাকুয়া,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল রহমান, কাউন্সিলর শামস্ উদ্দিন ভেলা, কাউন্সিলর মিজানুর রহমান রিপন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু,মহিলা কাউন্সিলর জহুরা বেগম,সুইটি বেগম, শাহানা বেগম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন, সার্ভেয়ার আনোয়ার সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।