
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন তিস্তা ব্রীজের উত্তরপার্শে ২০১৩ সালের নকশা অনুযায়ী বেড়িবাঁধ নির্মাণ ও বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত লংমার্চ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিউনের মাদারীপাড়া কারেন্ট বাজার সংলগ্ন তিস্তার তীরে তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজসেবক আলহাজ্ব বাবর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম হক্কানী।
এসময় বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল ইসলাম সাজু, ইউনিয়ন আ’লীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য হাজী হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য ইব্রাহীম আলী ও স্থানীয় হায়দার আলী মোল্লা প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, তিস্তা ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য স্থায়ীভাবে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা নদী খনন ও দুই তীর সংরক্ষণসহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন, তিস্তা নদীতে সারাবছর পানির প্রবাহ ঠিক রাখতে জলধারা নির্মাণ করতে হবে। সেইসাথে ভূমিদস্যুদের হাত থেকে অবৈধভাবে দখলকৃত তিস্তাসহ তিস্তার শাখা-প্রশাখা দখলমুক্ত করতে হবে। নদীর বুকে ও তীরে গড়ে ওঠা সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য; আগামী ১৫ নভেম্বর রংপুর জেলাধীন কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু সংলগ্ন নদীর তীরে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।